পাকিস্তানে নির্বাচনকে ঘিরে বোমা বিস্ফোরন, নিহত ১৫
রাশেদ রাসেল | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৫৭

পাকিস্তানের জাতীয় নির্বাচনকে ঘিরে আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলের কোয়েটা থেকে ৫০ কিলোমিটার দূরে পিশিনে এক স্বতন্ত্র প্রার্থীর অফিসের বাইরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩০ জনের বেশি।
৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে পাকিস্তানের জাতীয় নির্বাচন। নির্বাচনকে ঘিরে ছড়িয়ে পড়ছে সহিংসতা।
এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। কিন্তু কমছে না উত্তেজনা। বেশ কিছু সহিংসতার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে কারাগার থেকে ভোটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। নিজেদের অধিকার রক্ষা ও পোলিং স্টেশন পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।