ইসরায়েলে অস্ত্র পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:২০
ইসরায়েলে বোমাসহ অন্যান্য সামরিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাইডেন প্রশাসন।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতির জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আবার সেই দেশই ইসরায়েলকে আরও অস্ত্র সহায়তার পরিকল্পনা করেছে।
শনিবার আল-জাজিরার প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, ‘নতুন অস্ত্র পাঠানোর পরিকল্পনায় প্রায় কয়েক হাজার অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।’
প্রতিবেদনে আরো বলা হয়, প্রস্তাবিত চালানের মধ্যে রয়েছে প্রায় এক হাজার এমকে-৮২ বোমা, ফিউজ এবং জেডিএএম গাইডেন্স কিট যাতে যুদ্ধাস্ত্র আরো সুনির্দিষ্ট হয়। এই প্যাকেজের মূল্য কয়েক মিলিয়ন ডলার বলেও উল্লেখ করা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।