পাকিস্তানের রাজধানীতে ১৪৪ ধারা জারি

রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৩২

ছবি: সংগৃহীত

নির্বাচনের পর অস্থিতিশীল হয়ে পরেছে পাকিস্তানের রাজনীতি। ক্ষমতা দখলে চলছে ভাঙা-গড়ার খেলা।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীকেও 'উচ্চ সতর্কতামূলক' অবস্থানে রাখা হয়েছে। ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ' (পিটিআই) পার্টির 'শান্তিপূর্ণ' বিক্ষোভকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য পুলিশ শহরজুড়ে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে। পিটিআই দেশজুড়ে বিক্ষোভ ঘোষণায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top