আবারও বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৪, ২০:০৫
আবারও বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে ভোক্তামূল্য বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটির বাজারে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর রয়টার্স।
বিনিয়োগকারীরা বলছেন, ভোক্তামূল্য বেড়ে যাওয়ার অর্থ হলো মূল্যস্ফীতি এখন ঊর্ধ্বমুখী। ফলে শিগগিরই মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার কমাচ্ছে না। এমন আশঙ্কায় বাড়ছে ডলারের বিনিময় হার। ফলে অন্য মুদ্রার ক্রেতাদের কমছে স্বর্ণের চাহিদা।
গতকাল স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয়েছে ২ হাজার ৩ ডলার ৩০ সেন্টে। এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ১ শতাংশ। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) প্রতি আউন্স লেনদেন হয়েছে ২ হাজার ১৫ ডলার ১৭ সেন্টে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।