ফের মুসল্লিদের সমাগমে মুখরিত মসজিদুল আকসা
রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:০২
মসজিদুল আকসা বায়তুল মোকাদ্দাস নামেও পরিচিত। জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা।
১৩৩ দিন পর ফের যেন প্রাণ ফিরে পেল ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসা। গত শুক্রবার জুমার নামাজে অন্তত ২৫ হাজার মুসল্লির সমাগমে মুখরিত হয়ে ওঠে এ মসজিদ। ওই দিন ইসরাইলি পুলিশের বিধি-নিষেধ উপেক্ষা মসজিদ প্রাঙ্গণে নামাজ পড়েন তারা।
গাজায় ইসরাইলের হামলা শুরুর পর এটিই ছিল সর্ববৃহৎ জুমার জামাত। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এ হামলায় গত ১৩৪ দিনে ২৮ হাজার ৭৭৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৮ হাজার ৫৫২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।