হজে গিয়ে অর্থ সংগ্রহের চেষ্টা করলে ৭ বছরের কারাদণ্ড

রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৪, ২০:২৫

ছবি: সংগৃহীত

আসন্ন হজে গিয়ে যারা অবৈধভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করবেন তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

হজে গিয়ে অবৈধভাবে অর্থ সংগ্রহের (ভিক্ষা, দান বা অননুমোদিত প্রক্রিয়ায়) চেষ্টা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্কতা দিয়েছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন।

তারা জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যদি কোনো ব্যক্তি অর্থ সংগ্রহের চেষ্টা করেন, তাহলে তাকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top