জুলিয়ান অ্যাসাঞ্জের ভাগ্যে কী ঘটতে চলেছে?
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০৯
জুলিয়ান অ্যাসাঞ্জের বিষয়ে যুক্তরাজ্যের আদালতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। এই লড়াই এখন শেষের দিকে।
গোপন সামরিক-কূটনৈতিক নথি প্রকাশের ঘটনায় বিচারের জন্য যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের চূড়ান্ত আবেদনের ওপর আজ মঙ্গলবার শুনানি শুরু করবেন যুক্তরাজ্যের লন্ডনের হাইকোর্ট।
ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত বিপুলসংখ্যক গোপন নথি ২০১০ সালে ফাঁস করে দেয় উইকিলিকস।
মার্কিন গোপন নথি ফাঁসের এই ঘটনায় ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয়। ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের প্রত্যর্পণ চায় যুক্তরাষ্ট্র।
২০১৯ সালে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এর আগে সাত বছর ধরে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।