রমজানে আল আকসায় মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেবে ইসরাইল

রায়হান রাজীব | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৪, ২০:২২

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করবে ইসরাইল। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন রমজান উপলক্ষ্যে আকসা মসজিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পারে ইসরাইল। পরে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে জিজ্ঞেস করা হলে মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নিরাপত্তার খাতিরে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ। আর ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান। তাদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ হিসেবে পরিচিত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top