সুন্নি ইত্তেহাদের অধীনে বিরোধী জোট গঠন ইমরানের প্রার্থীদের
রায়হান রাজীব | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তানের মানুষ তাদের ভোট চুরি এবং সংবিধান ও গণতন্ত্রকে প্রহসনে পরিণত করার কোনো প্রচেষ্টা সহ্য করবে না। তিনি অঙ্গীকার করেন, পিটিআই জনগণের রায় চুরির সব প্রচেষ্টা বানচাল করবে।
তেহরিক-ই-ইনসাফ সমর্থিত প্রার্থীরা অবশেষে বিরোধী জোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) অধীনে বিরীধী দল হিসেবে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আনুষ্ঠানিক হলফনামায় দেশটির নির্বাচন কমিশনের কাছে এমন প্রস্তাব পাঠিয়েছেন প্রার্থীরা। খবর ডনের।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।