আম্বানির ছেলের বিয়েতে কত পেলেন তারকারা?

রায়হান রাজীব | প্রকাশিত: ৮ মার্চ ২০২৪, ১৯:১১

ছবি: সংগৃহীত

টাকা হচ্ছে শক্তির প্রতীক বা সিম্বল অব পাওয়ার। সমাজে যার যত বেশি টাকা আছে সে তত বেশি প্রভাবশালী, তত বেশি শক্তির অধিকারী। সেজন্য দেখা যায়, সমাজে যার কাছে টাকা আছে, তার কাছে সবাই ভিড় করে। কমবেশি সবাই টাকার কাছে মাথা নত করে।

বলছিলাম ভারতের ধনকুবের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির কথা। পুরো বলিউডকে ভারতের গুজরাটের জামনগরে হাজির করেছেন তিনি । উদ্দেশ্য, তার ছেলে অনন্ত আম্বানির বিয়ে। বলিউডের তাবড় তাবড় তারকা হাজির হন সেখানে। শুধু হাজিরই হননি, নেচে-গেয়ে মাত করেছেন অতিথিদের।

ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়েতে বলিউড তারাকারা কে কত টাকা উপহার পেলেনঃ

একটি বিয়েতে নাচার জন্য নাকি ৩ কোটি টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন শাহরুখ। তবে জানা যায় আম্বানির ছেলের বিয়েতে নাকি প্রায় ২ থেকে ৩ কোটি টাকা পেয়েছেন কিং খান।

আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে নেচেছেন বলিউডের জনপ্রিয় সুন্দরী নায়িকা আলিয়া ভাট । এ বিয়েতে নাচার জন্য আলিয়া ভাট পেয়েছেন দেড় কোটি টাকা।

ধনকুবের আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে পিছিয়ে নেই বলিউডের নামকরা গায়করা। তারাও মোটা অঙ্কের টাকা পেয়েছেন। জানা যাক কে কত পেয়েছেন আম্বানি ছেলের বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে।

অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য পপতারকা রিয়ান্না ৮-৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৭-৯৮ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন। জমকালো এ আয়োজনে গান গেয়েছেন সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জে। দিলজিৎ ৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ২৯ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন।

বলিউডের সঙ্গে পুরনো সম্পর্ক মার্কিন র‌্যাপার একনের। ব্যক্তিগত অনুষ্ঠানে পারফরমের জন্য একন ২-৪ (বাংলাদেশি মুদ্রায় ২.৬৪-৫ কোটি ২৯ লাখ টাকার বেশি) কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।

ভারতের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। ব্যক্তিগত অনুষ্ঠানে পারফরম করতে ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেন অরিজিৎ।

মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানের তৃতীয় দিনে পারফরম করেন শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল একটি গান গাইবার জন্য ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে থাকেন।

বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। ব্যক্তিগত অনুষ্ঠানে পারফরম করতে ২২-৩০ লাখ রুপি (২৯-৩৯ লাখ ৭৩ হাজার টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

আগামী ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। সেই স্কুল জীবন থেকে তারা বন্ধু। কিন্তু বিয়ের কয়েক মাস আগেই অনুষ্ঠিত হলো প্রাক-বিয়ে অনুষ্ঠান। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এতে ধারাবাহিকভাবে যোগ দেন বলিউডের তারকারা।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top