ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১৮ জনের মৃত্যু!
রাশেদ রাসেল | প্রকাশিত: ১০ মার্চ ২০২৪, ১৩:০৪
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে এ মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন।
দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান রিজেন্সি এলাকায় মুষলধারে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার প্রায় ৪৬ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয় শিবিরে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে পেসিসির সেলাতান এলাকা থেকে ১৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিষয়: ইন্দোনেশিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।