পাকিস্তানের মন্ত্রিসভা চূড়ান্ত হবে কবে?
রায়হান রাজীব | প্রকাশিত: ১০ মার্চ ২০২৪, ১৫:৫৯

দ্রুততম সময়ে মন্ত্রিসভা চূড়ান্ত করতে পারেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা আতাউল্লাহ তারার। সাক্ষাৎকারে তিনি বলেছেন, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) সঙ্গেও সব বিষয় মীমাংসা হয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো–চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি পাকিস্তান তেহরিক–ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।