ক্ষুধা ও রক্ত দিয়ে রমজানকে স্বাগত জানাল গাজা

রায়হান রাজীব | প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ১৬:৫৬

ছবি: সংগৃহীত

দখলদার ইসরাইলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণের মধ্যেই পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা। 

তবে এবারের রমজানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের চিত্রটা যেন ভিন্ন। ইসরাইলি অবরোধে বিচ্ছিন্ন গাজা উপত্যকায় চারিদিকে ক্ষুধার্থ ফিলিস্তিনিদের হাহাকার। 

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে উত্তর গাজা। এলাকাটিতে গুরুত্বপূর্ণ মানবিক ও খাদ্য সহায়তায় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরাইল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বর্তমানে গাজার উত্তরাঞ্চলে প্রতি ছয়জনের মধ্যে অন্তত একজন অপুষ্টির শিকার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top