রমজান মাস উপলক্ষ্যে গাজায় ত্রাণ পাঠালো বাংলাদেশ
রাশেদ রাসেল | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ১২:৩৮
যুদ্ধ বিদ্ধস্ত ফিলিস্তিনের গাজায় ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের ৯ দেশ এই ত্রাণ পাঠায়। দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ত্রাণের যত চালান গেছে, সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম।
পবিত্র পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউসের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ত্রাণ হিসেবে ২ হাজার টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশসহ ৯ দেশ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।