বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি

রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ১৩:০১

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। সরকারি কোষাগার থেকে কোনো বেতন নেবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। দেশের অর্থনৈতিক সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ মার্চ) প্রেসিডেন্টের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট রাষ্ট্রীয় খাজানার ওপর চাপ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য বেতন গ্রহণ করবেন না। পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে গত ৯ মার্চ শপথ নিয়েছেন ৬৮ বছর বয়সী জারদারি।

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top