সবচেয়ে বেশি বেতন কাকে দেন মুকেশ আম্বানি
রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১৪:৪৫
ভারতের অন্যতম ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। তাঁর সম্পদের পরিমাণ ৮ লাখ ৩৩ হাজার ২১৫ কোটি রুপির বেশি। রিলায়েন্স এখন ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি। রিলায়েন্সের বাজারমূল্য ১৭ লাখ ৬৩ হাজার কোটি রুপির বেশি।
রিলায়েন্সের ব্যবসা দেখভাল করেন মুকেশের পরিবারের সদস্য ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা। তেমনই একজন ঘনিষ্ঠ কর্মকর্তা নিখিল মেসওয়ানি। তিনিই রিলায়েন্সের সবচেয়ে বেশি বেতনের কর্মী। নিখিল এখন বছরে ২৪ কোটি রুপি আয় করেন।
রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানিকে ব্যবসার দুনিয়ায় নিয়ে আসেন তাঁর বাবা তথা শিল্পপতি ধীরুভাই আম্বানি। ওই সময় রিলায়েন্সের কোনো কিছুই জানতেন না মুকেশ। ওই অবস্থায় তাঁকে গড়ে পিঠে নেন রসিকভাই মেসওয়ানি। হাতে ধরে সবকিছু শেখান তিনি। এই রসিকভাই ছিলেন ধীরুভাই আম্বানির ভাগনে। তিনি রিলায়েন্সের মূল পরিচালকদের একজন ছিলেন এবং মুকেশকে গাইড করার জন্য তাঁকে নিযুক্ত করা হয়েছিল।
ধীরুভাই চেয়েছিলেন তার ছেলে ভবিষ্যতে ব্যবসা করতে গিয়ে যেন আটকে না যান। সে জন্য মুকেশ আম্বানিকে একজন দক্ষ মানুষের কাছে কাজ শেখার ব্যবস্থা করে দিয়েছিলেন। রসিকভাই মেসওয়ানি ছিলেন মুকেশের ‘গুরু’।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।