সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা অসাংবিধানিক : জাপান হাইকোর্ট
রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪, ১৭:১৬
সমকামীদের বিয়ে নিষিদ্ধের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে জাপানের একটি আদালত।
দেশটির উত্তরাঞ্চলীয় সাপ্পোরো শহরের একটি আদালত যুগান্তকারী এ রায় দেয় বলে বুধবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
জাপানের সংবিধানে উল্লেখ রয়েছে, বিয়ে উভয় লিঙ্গের মধ্যে হতে হবে। তবে সংবিধানের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে সাপ্পোরোর ওই আদালত।
সাপ্পোরো হাইকোর্ট বলেছে, সমকামী দম্পতিদের বিয়ে করার অনুমতি না দেয়া তাদের পরিবারে থাকার মৌলিক অধিকার লঙ্ঘন করে। সমকামী ইউনিয়নকে অনুমতি দিতে জরুরি সরকারি পদক্ষেপের আহ্বান জানিয়েছে আদালত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।