আসামে আইএস জঙ্গি গোষ্ঠীর ভারতীয় প্রধান সহযোগীসহ গ্রেপ্তার

রায়হান রাজীব | প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১৫:০৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকালে ভারতীয় ইসলামিক স্টেট বা আইএসের শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তারের দাবি করেছে আসাম পুলিশ। তাদের দাবি এরা হলেন, আইএসের প্রধান হারিস আজমল ফারুকি ও অন্যজন অনুরাগ সিং ওরফে রেহান।

পুলিশের দাবি, বড় ধরনের হামলার লক্ষ্যেই ভারতে প্রবেশ করেছিলেন দুইজন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।

আসাম পুলিশের দাবি এরা হলেন, আইএসের প্রধান হারিস আজমল ফারুকি ও অন্যজন অনুরাগ সিং ওরফে রেহান। বুধবার সকালে বাংলাদেশ থেকে বেআইনিভাবে প্রবেশের পরেই তাদেরকে গ্রেপ্তার করা হয় ধুবরি জেলায়।

আসাম পুলিশের প্রধান প্রণবজ্যোতি গোস্বামী জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্পেশাল টাস্ক ফোর্স ধর্মশালা এলাকায় তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সন্দেহভাজনদের পরে গুয়াহাটির এসটিএফ অফিসে নিয়ে যাওয়া হয়।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top