এরপর গ্রেফতার হতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী!
রায়হান রাজীব | প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১৫:৪৭
আবগারি দুর্নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷
কেজরিওয়াল গ্রেফতার হতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টার্গেট করতে শুরু করেছে এই রাজ্যের বিজেপি। সেখানকার সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, ‘যতই করো কান্নাকাটি, মাফলারের পর হাওয়াই চটি।’
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি নিয়ে খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গ্রেফতারিকে গণতন্ত্রের উপর ‘নির্মম আঘাত’ বলে ব্যাখ্যা করলেন তিনি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।