রাফাহতে ইসরায়েলি হামলা হবে ‘বড় ভুল’: কমলা হ্যারিস
রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১৬:৫২
অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা সীমান্তে ইসরায়ের হামলার চালালে চরম ভুল করবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তিনি বলেন, রাফায় যেকোনো রকম বড় সামরিক অভিযান চালালে ভুল করবে ইসরায়েল।
হ্যারিস এবিসি নিউজকে বলেছেন, ‘আমরা একাধিক কথোপকথনে এবং প্রতিটি উপায়ে পরিষ্কার হয়েছি যে, রাফাহতে যে কোনও বড় সামরিক অভিযান বড় ভুল কাজ হবে।’
তিনি আরও বলেন, ‘আমাকে এটা বলতে দিন: আমি মানচিত্রগুলো অধ্যয়ন করেছি। (রাফাহতে আশ্রয় নেওয়া) সেই লোকেদের যাওয়ার জন্য কোথাও কোনও জায়গা নেই।’
গত অক্টোবরে ইসরায়েলের উপর হামাসের আকস্মিক হামলার পর শুরু হওয়া গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস ও নির্বিচার যুদ্ধ, বেশিরভাগ অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং ৩৩,০০০ জনেরও বেশি লোককে হত্যা করেছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।