সিরিয়ায় গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭, আহত ৩০

রায়হান রাজীব | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ১৩:২৮

ছবি: সংগৃহীত

সিরিয়ায় গাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। ঘটনার পরের ফুটেজে মাটিতে পড়ে থাকা মৃতদেহ, ক্ষতিগ্রস্ত ভবন এবং আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ির অবশিষ্টাংশ দেখা গেছে।

রবিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি। তুর্কি-পন্থী মিলিশিয়াদের দ্বারা পরিচালিত এই শহরে কারা হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার শহর আজাজের একটি ব্যস্ত বাজারে শনিবার গাড়িতে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ত্রিশজন আহত হয়েছেন বলে বাসিন্দারা এবং উদ্ধারকারীরা রয়টার্সকে জানিয়েছেন। তারা জানান, পবিত্র রমজান মাসে ইফতারের পর গভীর রাতে কেনাকাটা করার সময় এ বিস্ফোরণ ঘটে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top