চীন পাল্টে দিলো অরুণাচল প্রদেশের ৩০ এলাকার নাম!
রাশেদ রাসেল | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৪, ১৫:৫৫
অরুণাচল প্রদেশ নিয়ে ভারত-চীন দ্বন্দ দীর্ঘ দিনের। মাঝে মধ্যেই সীমান্তে উত্তাপ ছড়ায় এটি নিয়ে।
এবার অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করে ৩০টি এলাকার নাম পাল্টে দিলো চীন। আর নাম পাল্টে দেওয়ায় চীনের কড়া সমালোচনা করেছে ভারত। তারা চীনের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এটা চীনের বিবেচনাহীন চেষ্টা। অরুণাচল প্রদেশ সবসময়ই ভারতের ছিল এবং থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সম্প্রতি চতুর্থবারের মতো চীন অরুণাচলের কিছু এলাকার নাম পরিবর্তন করে নিজেদের মতো করে রাখে। এবার ১১টি আবাসিক এলাকা, ১২টি পার্বত্য এলাকা, ৪টি নদী, ১টি হ্রদ, ১টি গিরিপথ ও একটি ফাঁকা ভূমির নাম রেখেছে চীন। এর আগে ২০১৭, ২০২১ ও ২০২৩ সালে চীন তিন দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার নাম নিজেদের মতো করে রেখেছিল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।