চীনে ভয়াবহ বন্যা, বাস্তুচ্যুত হাজারো মানুষ
রায়হান রাজীব | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪, ১৮:২৮
চীনে ভারী বর্ষণের পর শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার শঙ্কা দেখা দিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এমন ভয়াবহ বন্যা প্রতি একশ বছরে মাত্র একবারই দেখা যায়।
পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভয়াবহ বন্যা ঝুঁকির মুখে পড়েছে ১২ কোটি ৭ লাখ মানুষ। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, বন্যার মধ্যে ছোট ছোট নৌকায় করে অনেককে উদ্ধার করা হচ্ছে। অনেক নদীর বাঁধ ভেঙে গেছে। কোমরপানিতে ডুবে গেছে অনেক এলাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতির উপর গভীর নজর রাখছে।
বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বন্যায় অনেক বাড়িঘর ধসে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে বন্যার কারণে ১৪০ দশমিক ৬ মিলিয়ন ইউয়ান অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলছে, উত্তর গুয়াংডং এর নদীর পানি সোমবার (২২ এপ্রিল) সকালে ভয়াবহ আকার ধারণ করতে পারে। যা ১০০ বছরের পরিস্থিতিকে পাল্টে দিতে পারে। কিন্তু দুপুরে হলেও এমন পরিস্থিতির দেখা মেলেনি।
গুয়াংডং চীনের সবচেয়ে জনবহুল প্রদেশের মধ্যে একটি। এখানে ১২ কোটি ৭ লাখ মানুষের বসবাস।আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, শিজিয়াং এবং বেইজিয়াংয়ের নদী ও উপনদীর অববাহিকার কয়েকটি অংশে পানির স্তর এমনভাবে বেড়ে গেছে যা বিরল, ৫০ বছরে যেমনটি মাত্র একবার হওয়ার সম্ভাবনা থাকে।
বিষয়: চীনে ভয়াবহ বন্যা বাস্তুচ্যুত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।