রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বিদায়ী ভাষণে কেঁদে ফেললেন বাইডেন

রায়হান রাজীব | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৪, ২০:৪৫

ছবি: সংগৃহীত

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বিদায়ী ভাষণে জো বাইডেন সবাইকে কমলাকে সমর্থন জানানোর কথা বলেন। বক্তব্য দিতে গিয়ে একটা সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বাইডেন ভাষণ দেওয়ার সময় ডেমোক্রেটদের পক্ষ থেকে স্লোগান ওঠে 'উই লাভ ইউ জো'। নিজের ভাষণে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়াটা আমার কাছে সম্মানের। দেশকে ভালোবেসে এতদিন এই দায়িত্ব আমি পালন করেছি। এবং জীবনের সেরাটা দিয়েছি যুক্তরাষ্ট্রকে।'

তিনি আরও বলেন, 'আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ দেওয়ায় আমি ক্ষুব্ধ বলে যে দাবি করা হয়েছিল তা পুরোপুরি মিথ্যে।' এরপর তাকে কেঁদে ফেলতে দেখা যায়। তবে পরে তিনি বলেন, 'কঠিন সময় শেষ হয়েছে, এখন ভালো সময়। গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে। আমরা যুক্তরাষ্ট্রের আত্মাকে রক্ষা করার জন্য লড়ছি।'

বাইডেনের উদ্দেশে কমলা বলেন, 'জো, আপনার ঐতিহাসিক নেতৃত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ।'

কমলা হ্যারিস মার্কিন ইতিহাসে একটি 'নতুন অধ্যায়ের' সূচনা করবেন বলে দাবি করেন বাইডেন। এদিকে রিপাবলিকান প্রার্থীকে নিয়ে ওবামার স্পষ্ট বার্তা, 'ট্রাম্প বিপজ্জনক।' এদিকে বাইডেনের প্রশংসা করতেও শোনা যায় ওবামার গলায়। তিনি বলেন, ' মহাবিপদের মুহূর্তে আমেরিকার গণতন্ত্রকে রক্ষা করেছিলেন বাইডেন।'

ডেমোক্র্যাটদের উদ্দেশে ওবামার বার্তা, 'যদি আমরা সবাই আগামী ৭৭ দিন আমাদের কাজ করি, তাহলে আমরা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে দেখব।' হ্যারিসের কাজের ফিরিস্তি তুলে ধরে ওবামা বলেন, 'অ্যাটর্নি জেনারেল হিসাবে তিনি বড় বড় লড়াই করেছেন। বিভিন্ন কেলেঙ্কারির কোটি কোটি ডলার সাধারণ মানুষের জন্য ফিরিয়ে আনতে পেরেছেন। বাড়ি বন্ধক রাখা নিয়ে যখন সংকট দেখা দিয়েছিল, তখন তিনি আমার প্রশাসনকে বলে বাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন।'

ওবামার কথায়, 'আমাদের এমন নেতাকে নির্বাচিত করা উচিত, যিনি আমেরিকাকে এগিয়ে নিয়ে যাবেন। একসঙ্গে আমরা যাতে আরও নিরাপদে থাকতে পারি। যাতে ন্যায়ের ভিত্তিতে চলতে পারি। যাতে সকলের সমান অধিকার ও স্বাধীনতা বজায় থাকে। এই ভিত্তির ওপরই যেন দেশকে গড়ে তুলতে পারি।' এরপর কমলাকে নিয়ে ওবামা স্লোগান তোলেন, 'ইয়েস, শি ক্যান' (হ্যাঁ, তিনি পারবেন)। সেই স্লোগান প্রতিধ্বনিত হয় গোটা সভায়।

এদিকে আজ কার্যত নিজের ব্যাটন কমলার হাতে তুলে দিলেন জো বাইডেন। সেই বিদায়ী ভাষণে জো বাইডেনকে নিয়েও আবেগে ভাসেন ডেমোক্র্যাটরা। স্লোগান ওঠে - 'উই লাভ ইউ জো'।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top