শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

ভারতের মণিপুরে তিন জেলায় কারফিউ জারি

রায়হান রাজীব | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৩

ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যে সহিংসতা আবারও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যটির তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। তবে এর আগে সেখানে কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরে সংঘাত আবার বেড়েছে। সাম্প্রতিক সহিংসতা এবং বিক্ষোভের ঘটনাগুলি অশান্তি বাড়িয়েছে। এতে পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল এবং থাউবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। চলমান সংঘর্ষের মধ্যেই মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

জেলা ম্যাজিস্ট্রেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ব ও পশ্চিম ইম্ফলের প্রশাসকগণ নিজ নিজ জেলায় ভোর ৫ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন। তবে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখে মঙ্গলবার সকাল ১১ টায় আগের ঘোষণা বাতিল করে আবারও কারফিউ জারি করা হয়।

গত কয়েকদিনে মণিপুরে সংঘাত নতুন করে বেড়ে গেছে। বিষ্ণুপুর জেলার মৈরাং এলাকায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কৈরেং সিং এর পারিবারিক বাসভবনে আরপিজি হামলা চালানো হয়। ৬ সেপ্টেম্বরের এই হামলায় পূজোরত এক ব্যক্তি নিহত হন।

পরদিনই দূরপাল্লার রকেট হামলায় বিষ্ণপুরে ৫ জন নিহত হন। সশস্ত্র গোষ্ঠী কুকিদের পক্ষ থেকে এই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এর আগে, অস্ত্রধারীরা এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছিল। এইসব ঘটনায় রাজ্যের অস্থিরতা কেবল বেড়েই চলেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগের মহাপরিদর্শক কে কাবিব। টহলের জন্য একটি সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্যজুড়ে চিরুনি অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত বছরের মে থেকে মণিপুরে জাতিগত সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইম্ফল উপত্যকার গোষ্ঠী মেইতিদের সঙ্গে নিকটবর্তী পাহাড়ি সম্প্রদায় কুকি-জোদের সংঘর্ষে এখন পর্যন্ত ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আর ঘর ছাড়তে বাধ্য হয়েছেন কয়েক হাজার মানুষ।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top