ট্রাম্পের হাত থেকে দেশকে বাঁচানো জরুরি: কমলা
রায়হান রাজীব | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৪, ১৭:৪৪
দরজায় কড়া নাড়ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। আগামীকাল দেশটির ৫০টি রাজ্যে ভোট হতে যাচ্ছে। আজ শেষ হচ্ছে প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীদের নজর সুইং স্টেগুলোর দিকে।
রোববার মিশিগান ও পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশ করেছেন কমলা হ্যারিস। এসময় আমেরিকার উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। পাশাপাশি দেশের উন্নত ভবিষ্যত নির্ধারণে ট্রাম্পের হাত থেকে দেশকে বাঁচানো জরুরি বলে জানান ভাইস প্রেসিডেন্ট। এছাড়া গাজায় যুদ্ধ শেষ করতে সামর্থ অনুযায়ী সব চেষ্টা চালানোর অঙ্গীকার করেন কমলা।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা চালিয়েছেন পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায়। এসময় আমেরিকাকে ভালো অর্থনীতি উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। পাশাপাশি মার্কিন গণমাধ্যম-সহ ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে এসব রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
এরই মধ্যে ৮ কোটির বেশি আগাম ভোট পড়েছে। বাকিরা ভোট দিবেন আগামীকাল। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৩টি রাজ্যই ডেমোক্র্যাটিক ব্লু কিংবা রিপাবলিকান রেড স্টেট হিসেবে প্রতিষ্ঠিত।
এসব অঙ্গরাজ্যে দুই দলের জয়-পরাজয় অনেকটাই নিশ্চিত। বাকি ৭টি সুইং স্টেট অ্যারিজোনা, নেভাদা, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভেনিয়ার উপর তাকিয়ে আছে কমলা ও ট্রাম্প তথা পুরো বিশ্ব। কে হচ্ছেন পরবর্তী সেই বিশ্ব মোড়ল তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র দুই-তিনদিন। সূত্র: বৈশাখী টিভি
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।