যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ, কে যাচ্ছেন হোয়াইট হাউসে
রায়হান রাজীব | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪, ১২:৪৭
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প- কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? তা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা, মেলানো হচ্ছে নানান সমীকরণ।
অপেক্ষার পালা শেষ। যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনের মহারণ। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস, নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প—কে পাচ্ছেন হোয়াইট হাউসের টিকিট, তা নির্ধারণে ভোট দেবেন মার্কিন নাগরিকেরা। তারা রির্ধারণ করবেন চার বছরের জন্য কে হতে যাচ্ছেন বিশ্বের সবথেকে ক্ষমতাধর মানুষ। দিনভর রিপাবলিকান প্রতীক হাতি ও ডেমোক্রেটিক প্রতীক গাধার মধ্যে চলবে এ ভোটযুদ্ধ।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। আজকের নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো চষে বেড়িয়েছেন দুই প্রার্থী। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে ৫ থেকে ৬টি দোদুল্যমান অঙ্গরাজ্যের দিকে; যেখান থেকে কমলা-ট্রাম্পের ভাগ্য নির্ধারণ হবে।
আজ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির ভোটাররা ভোট দেবেন। বিশাল বড় দেশ যুক্তরাষ্ট্রে ছয়টি টাইম জোন রয়েছে। ফলে বিভিন্ন অঙ্গরাজ্যে সময়ের ব্যবধান রয়েছে। তাই সব রাজ্যে সময়কে সমন্বয় করে ভোট শুরু এবং শেষ হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ৭ কোটি ৮০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।
প্রার্থী হওয়ার দৌড় থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের হঠাৎ ছিটকে পড়া এবং ট্রাম্পের ওপর বন্দুক হামলাসহ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই নাটকীয় নানান ঘটনা ঘটতে দেখা গেছে। এবারের প্রচারণায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট সমাধানের পাশাপাশি ইউক্রেন ও গাজা-ইসরায়েল যুদ্ধ, আফগানিস্তানে তালেবান ইস্যুসহ গুরুত্বপূর্ণ নানা বৈশ্বিক বিষয়গুলোও গুরুত্ব পেতে দেখা যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, আজকের নির্বাচনে মার্কিন সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য মূল ভূমিকা পালন করবে। কারণ এগুলোতে ভোটের ফলাফল নির্ধারণ করা কঠিন, রাজ্যগুলোতে ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীর সমর্থন প্রায় সমান। তাই দোদুল্যমান এই অঙ্গরাজ্যগুলোর দিকেই সবার নজর। আর দুই প্রার্থীও ব্যস্ত এই অঙ্গরাজ্যগুলো ঘিরেই ব্যস্ত সময় পার করছেন। এদিকে সেখানে কমলা গাজা যুদ্ধ অবসানের আশা দেখালেও ট্রাম্প তার পুরোনো অন্ধকার ছড়িয়েছেন। ২০২০ সালে হোয়াইট হাউস ছেড়ে ভুল করেছেন বলে মন্তব্য করেছেন এই রিপাবলিকান প্রার্থী। বিশ্লেষকদের একাংশ বলছেন, এবারের মার্কিন নির্বাচন ফ্যাসিস্ট ট্রাম্প আর স্বৈরতন্ত্রী কমলার মধ্যকার লড়াই।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।