ভারতে এবার ব্রিটিশ তরুণীকে ধর্ষণ

Nasir Uddin | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১৬:৫৫

ফাইল ছবি

ভারতে ইসরায়েলের পর এবার ব্রিটিশ তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দিল্লির একটি হোটেলে ডেকে এনে তাকে ধর্ষণ করা হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ধর্ষণের জড়িত কৈলাস নামে ভারতীয় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যে আরেক ধর্ষককেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজন ওই তরুণীর বন্ধু। সামাজিকমাধ্যমে আলাপ হওয়ার পর বন্ধুত্ব হয়েছিল তাদের।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন যুক্তরাজ্যের ওই তরুণী। সেখানে গিয়ে সামাজিকমাধ্যমে পরিচয় হয় বন্ধুকে তার সঙ্গে দেখা করতে বলেন তরুণী। কিন্তু বন্ধু তাকে দিল্লি চলে যেতে বলেন।

বন্ধুর কথায় দিল্লির একটি হোটেলে গিয়ে ওঠেন ব্রিটিশ তরুণী। পরে মঙ্গলবার রাতে এক সঙ্গীকে নিয়ে ওই হোটেলে যান অভিযুক্ত যুবক। তার পর তাকে ধর্ষণ করেন। অভিযুক্ত যুবকের সঙ্গীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বুধবার সকালে দিল্লির বসন্তকুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

অভিযোগকারি তরুণী যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় নিয়ম অনুসারে ব্রিটিশ হাই কমিশনকে বিষয়টি জানায় পুলিশ। হাই কমিশনের পক্ষ থেকে ওই তরুণীকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।

এনডিটিভি বলছে, কৈলাস একটি বেসরকারি সংস্থায় কাজ করেন বলে জানা গেছে। ব্রিটিশ ওই নারী পুলিশকে জানিয়েছেন, কৈলাস ভালো করে ইংরেজি বলতে পারে না এবং এই কারণে তার সঙ্গে যোগাযোগ করার জন্য গুগল ট্রান্সলেট ব্যবহার করত অভিযুক্ত ওই যুবক।

এদিকে দিল্লিতে ব্রিটিশ নারীকে ধর্ষণের এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে অবস্থিত সানাপুর লেক এলাকায় সম্প্রতি ইসরায়েলি এক তরুণী পর্যটকসহ দুই নারীকে গণধর্ষণ ও তাদের সঙ্গে থাকা এক পুরুষকে হত্যার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় বিদেশি পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, একইসঙ্গে আবারো প্রশ্নের মুখে পড়েছে ভারতে বিদেশি নারী তথা ভ্রমণপিপাসুদের নিরাপত্তা। আতঙ্কে অনেকেই ওই এলাকা ছাড়ছেন বলেও খবর প্রকাশ হয়েছে।

সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েলি নারীকে গণধর্ষণের সেই ঘটনার পর গত কয়েকদিনে বহু বিদেশি পর্যটক ইউনেস্কোর ওই ঐতিহ্যবাহী স্থান ছেড়ে চলে গেছেন।

অনেক বিদেশি পর্যটক বুকিং ক্যান্সেল করেছেন। অনেকে আবার তাদের পূর্ববর্তী ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top