গাজায় ইসরায়েলের গণহত্যাকে আবারও সমর্থন ট্রাম্পের

Nasir Uddin | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫, ১১:৩৩

ছবি: রয়টার্স

আবারও গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে সফররত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গাজায় নৃশংস গণহত্যা চালানোর পরও ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, আমরা ইসরাইলকে প্রতিবছর ৪ বিলিয়ন ডলার দিচ্ছি এবং আমরা তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখব। খবর আলজাজিরার।

তিনি বলেন, আমরা আরেকটি যুদ্ধবিরতি চুক্তি এবং গাজায় আটক জিম্মিদের মুক্তির চেষ্টা করছি। গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু তাদের আত্মা ক্ষতবিক্ষত ছিল।

ট্রাম্প গাজা উপত্যকাকে ‘অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ একটি সম্পদ’ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের মতো শান্তিরক্ষী শক্তি যদি গাজা নিয়ন্ত্রণ করে, তাহলে তা ভালোই হবে। এটি এমন এক জায়গা যেখানে কেউ বসবাস করতে চায় না। অথচ দারুণ এক অবস্থানে রয়েছে।

তিনি গাজার অধিবাসীদের অন্য দেশে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে বলেন, অনেক দেশই এই ২১ লাখ ফিলিস্তিনিকে গ্রহণ করতে আগ্রহী।

বৈঠকে ট্রাম্প আরও বলেন, যদি ফিলিস্তিনিদের সরিয়ে ‘ফ্রিডম জোন’ তৈরি করা যায়, তাহলে সেখানে প্রতিদিন কেউ মরবে না। এটা শান্তির জায়গা হয়ে উঠবে। তিনি ইসরায়েলের পূর্বের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন, ‘তারা সাগরতীরবর্তী এত মূল্যবান জায়গা শান্তির আশায় ছেড়ে দিয়েছিল, কিন্তু তার ফল কী হলো? ট্রাম্প আরও বলেন, গাজাকে পর্যটন এলাকা ‘রিভিয়েরা’ হিসেবে গড়ে তোলা যেতে পারে এবং সেটি যুক্তরাষ্ট্রের মালিকানায় থাকলে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

উল্লেখ্য, ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গাজা দখল করে এবং প্রায় ৪০ বছর ধরে সেখানে দখলদারিত্ব বজায় রাখে। বর্তমানে অঞ্চলটি আবারও চরম মানবিক সংকটের মুখে রয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top