স্ত্রী রাতে সাপে রূপ নেন, কামড়াতে চান- অদ্ভুত অভিযোগ স্বামীর!

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৬:০৮

স্বামী মেরাজের অভিযোগ স্ত্রী নাসিমুন প্রতি রাতে সাপের রূপ ধারণ করেন এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক স্বামীর অদ্ভুত অভিযোগ এখন স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামে এক ব্যক্তি দাবি করেছেন, তার স্ত্রী নাসিমুন প্রতি রাতে সাপে রূপ ধারণ করেন এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন।

ঘটনাটি সামনে আসে সীতাপুরে আয়োজিত ‘সমাধান দিবস’-এর এক অনুষ্ঠানে। সেখানে উপস্থিত জেলা প্রশাসকের সামনে মেরাজ দাঁড়িয়ে নিজের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন,

“স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপে রূপ নেয়। সে আমাকে তাড়া করে কামড়ানোর চেষ্টা করে।”

মেরাজ আরও অভিযোগ করেন, তার স্ত্রী একাধিকবার তাকে হত্যার চেষ্টা করেছেন। তিনি বলেন,

“আমাকে মানসিকভাবে প্রচণ্ড নির্যাতন করছে। এক রাতে হয়তো ঘুমের মধ্যেই আমাকে মেরে ফেলবে।”

তিনি এই অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, তারা বিষয়টিকে আপাতত মানসিক হয়রানির অভিযোগ হিসেবে দেখছে। মেরাজের দাবি অনুযায়ী, তার স্ত্রী ইতিমধ্যে একবার তাকে কামড়ও দিয়েছেন এবং প্রায় প্রতিরাতেই সাপের রূপ নিয়ে তাকে তাড়া করেন।

জেলা প্রশাসক অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে উপবিভাগীয় কর্মকর্তা ও পুলিশ প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখতে শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে, এই অদ্ভুত অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা নানা মন্তব্য করছেন। কেউ বলছেন, “লোকটা তো ভাগ্যবান, বিবাহিত জীবনে সে ‘নাগিনা’ পেয়েছে”—প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বিখ্যাত সিনেমার প্রসঙ্গ টেনে। আবার কেউ মজা করে লিখেছেন, “তুমি কি ওর নাগমণি কোথাও লুকিয়ে রেখেছ?”

তবে অনেকেই বিষয়টিকে নিছক মানসিক বিভ্রম বা ভীতি বলে মনে করছেন।

সূত্র: এনডিটিভি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top