যুক্তরাষ্ট্রে তুষাঝড়ে নিহত ২১

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ১৯:৫০

যুক্তরাষ্ট্রে তুষাঝড়ে নিহত ২১

যুক্তরাষ্ট্রে মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রবল বেগে শীতকালীন তুষারঝড়ে টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে হয়েছে। বিদ্যুৎসেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।

তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাসের বাসিন্দারা। টেনেসি, কেনটাকি ও লুইজিয়ানা রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশিরভাগ মৃত্যু হয়েছে টেক্সাসে। তাছাড়া টেক্সাসে অন্তত ৪০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অরিজোনায় অন্তত আড়াই লাখ মানুষ বিদ্যুৎবিহীন জীবনযাপন করছেন। অন্যান্য স্থানে আরও আড়াই লাখ মানুষ অন্ধকারে বাস করছে।

দেশটির ৭৩ শতাংশেরও বেশি এলাকা তুষারের নিচে ঢাকা পড়েছে এবং ১৫ কোটিরও বেশি লোক শীতকালীন ঝড়ের সতর্কতার মধ্যে আছেন বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির জাতীয় আবহওয়া বিভাগ (এনডব্লিউএস) ।

টেক্সাসের পরিস্থিতি সামাল দিতে এবং কেন্দ্রীয় সরকারের সাহায্য পৌঁছে দিতে প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি অবস্থা জারি করেছেন। যে সময় জরুরি অবস্থা জারি করা হয়, তখন টেক্সাসের বিভিন্ন এলাকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২-২২ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top