ডিআর কঙ্গোর খনি ধসে নিহত ২০০-এর বেশি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১১:১৯
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলের উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায় একটি খনি ধসে ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। খনিটি এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর দখলে থাকা এলাকায় অবস্থিত।
প্রদেশের বিদ্রোহীসমর্থিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানিয়েছেন, ধসের সময় খনিশ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীসহ বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত অন্তত ২০ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুইসা বলেন, “বর্ষাকালে মাটি নরম ও দুর্বল হওয়ার কারণে খনির ভেতরে থাকা অবস্থায় ধস ঘটেছে।”
উপদেষ্টা ও স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত সংখ্যা জানা যায়নি।
এ ঘটনা গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ঘটে। খনি ধসের কারণে হতাহতের প্রকৃত সংখ্যা জানা এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।