ইন্দোনেশিয়ার চার্চে বোমা হামলা, আহত ১৪
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০০:৫৭
ইন্দোনেশিয়ায় একটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির মাকাসার শহরের ক্যাথলিক চার্চে ইস্টার হলিডের শুরুতেই দুই আত্মঘাতী ওই হামলা চালিয়েছে।
বিস্ফোরণের সময় চার্চের ভেতর লোকজন প্রার্থনা করছিল। দক্ষিণ সুলায়েশি পুলিশের মুখপাত্র ই. জুলপান জানিয়েছেন, হামলাকারীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। ওই হামলার সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কীনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।
রোববারের হামলার বিষয়ে চার্চের ফাদার উইলহেমাস তুলাক বলেন, সন্দেহভাজন এক বোমা হামলাকারী একটি বাইক নিয়ে চার্চের ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাকে আটকে দেন।
এ প্রসঙ্গে, মাকাসারের মেয়র ড্যানি পোমান্তো বলেন, চার্চের ভেতরে হামলার ঘটনা ঘটলে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারত।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।