যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিতে পারবেন প্রাপ্তবয়স্করা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১, ১৯:২৫

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিতে পারবেন প্রাপ্তবয়স্করা

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বাইডেন বলেন, আগামী ১৯ এপ্রিল থেকে ১৮ বছরের বেশি যে কেউ ভ্যাকসিন দিতে পারবেন। প্রাপ্ত বয়স্কদের আগামী ১ মে থেকে ভ্যাকসিনের আওতায় আনার কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে।

তিনি আরো বলেন যে, আগামী দু’সপ্তাহের মধ্যে প্রাপ্তবয়স্ক সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এদিকে দেশটির অর্থনৈতিক পাওয়ার হাউস হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়ায় ১৫ জুনের মধ্যে সব ব্যবসা-প্রতিষ্ঠান পুনরায় চালু করে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

জাতির উদ্দেশে ভাষণে বাইডেন বলেন, আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলছে। আমরা ভ্যাকসিন গ্রহণকে আরও সহজ করার চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, আমরাই প্রথম দেশ যারা ১৫ কোটি ডোজ ভ্যাকসিন দিচ্ছি। ইতোমধ্যেই ৬ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

বাইডেন ১৯ তারিখের সময়সীমা ঘোষণা করার মানে এখন আর ভ্যাকনির নেয়ার ক্ষেত্রে বয়স, স্বাস্থ্যগত ঝুঁকি অথবা অন্য কোনো কিছু বাধা হবে না। অর্থাৎ ১৯ তারিখের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক সবাই ভ্যাকসিন নিতে পারবেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top