"লকডাউন হচ্ছে করোনার শেষ অস্ত্র" : মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ১৬:৩১

"লকডাউন হচ্ছে করোনার শেষ অস্ত্র" : মোদি

করোনার সংক্রমণ বাড়লেও এই মুহূর্তে লকডাউনে যাচ্ছে না ভারত। করোনা মোকাবিলায় লকডাউন সর্বশেষ অস্ত্র। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দিয়েছেন।

মোদি তার ভাষণে বলেছেন, "এ মুহূর্তে লকডাউন দেয়ার প্রশ্ন উঠে না। লকডাউন হচ্ছে করোনার শেষ অস্ত্র। দেশকে লকডাউনের হাত থেকে রক্ষা করতে ভারতের জনগণের প্রতি আহ্বান জানান। বলেন, 'দেশকে লকডাউনের দিকে নিয়ে যাবেন না।" তিনি আরো বলেন, "করোনার বিরুদ্ধে লড়ছে দেশ। লড়াই অনেক দীর্ঘ। কিন্তু আমাদের পার করতে হবেই।"

টিকা প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্বের সবচেয়ে সস্তা টিকা উৎপাদন করছে ভারত। প্রবীণরা টিকা পাচ্ছেন, এটা লড়াইয়ে বড় শক্তি। ১৮ বছর পেরোলেই টিকা পাবেন, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে, কেন্দ্র-রাজ্যের উদ্যোগে শ্রমিকরাও টিকা পাবেন।"

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top