চার দেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২১, ১৯:১১
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের বিষয়ে কাতার, মিসর, সৌদি আরব ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গেল রোববার (১৬ মে) ব্লিঙ্কেন এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া ইসরায়েল, পশ্চিম তীর ও গাজায় শান্তি ফিরিয়ে আনতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি ও ব্লিঙ্কেন নিজেদের মধ্যে আলোচনা করেছেন।
এদিকে, আল-জাজিরার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫৮টি শিশু রয়েছে। আহত হয়েছেন এক হাজার ২০০ জনের বেশি।
অন্যদিকে, ইসরায়েলের হামলার জবাবে হামাস প্রায় ৩ হাজার রকেট ছুড়েছে। এতে ইসরায়েলে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
২০১৪ সালের পর থেকে গত কয়েক বছরের মধ্যে এটিই ইসরায়েল ও গাজার মধ্যে চলা সবচেয়ে ভয়াবহ লড়াই।
এনএফ৭১/ফামি/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।