অনুমোদন পেলো আলঝেইমারের প্রথম ওষুধ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২১, ২২:০২
বিশ্বে প্রথমবারের মতো আলঝেইমার বা স্মৃতি শক্তি কমে যাওয়া রোগের ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সোমবার (৭ জুন) দীর্ঘ ২০ বছর পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্রের এফডিএ এই ওষুধের অনুমোদন দেয়।
জানা যায়, আন্তর্জাতিক মেডিক্যাল দাতব্য সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের নতুন এই ওষুধটির অনুমোদনের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে। ওষুধটির তৃতীয় ধাপের পরীক্ষা মানবদেহে চালানো হয়েছিলো। অ্যাডুকেনুম্যাব পরীক্ষায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মস্তিষ্কে অ্যালঝেইমারের উপসর্গ কমিয়েছে। অ্যাডুকেনুম্যাবের শেষ ধাপের আন্তর্জাতিক ট্রায়াল পরিচালিত হয় ২০১৯ সালের মার্চে। এতে কমপক্ষে তিন হাজার স্বেচ্ছাসেবী রোগী অংশ নিয়েছিলেন।
এফডিএর এক বিবৃতিতে বলা হয়, মস্তিষ্কে অ্যালঝেইমার সৃষ্টিকারী এক ধরনের প্রোটিন কমাতে পারে অ্যাডুকেনুম্যাব ,এমন প্রমাণ মিলেছে। এর ফলে রোগীদের গুরুত্বপূর্ণ উপকারের পূর্বাভাস দেওয়ার সম্ভাবনা রয়েছে এ ওষুধটির।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।