যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ৯ শিশুসহ নিহত ১০
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ জুন ২০২১, ১৭:৪৮
যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে ১৮টি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, নিহতদের মধ্যে ৯ জনই শিশু।
বাটলার কাউন্টির করোনের ওয়েন গারলক জানিয়েছেন, গাড়ি সংঘর্ষে মারা যাওয়া শিশুদের বয়স মাত্র ৯ মাস থেকে ১৭ বছরের মধ্যে।
তিনি আরো বলেন, রাস্তা ভেজা ছিল। সে কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ শুরু হয়। ঘূর্ণিঝড় ক্লদেত্তের প্রভাবে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এছাড়া ঝড়ের কারণে আলাবামার শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯ মাসের এক কন্যা শিশু ও তার বাবা রয়েছেন। নিহত বাকি আটজন তালাপোসা কাউন্টি গার্লস র্যাঞ্চের মালিকানাধীন একটি গাড়িতে ছিল।
বাটলার কাউন্টি পুলিশ বলছে, গাড়ি দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। তবে, তাদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় নেই। এটা ভয়াবহ দুর্ঘটনা ছিল। আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ সড়ক দুর্ঘটনা এটি।
সূত্র: বিবিসি
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।