মিলিশিয়া বাহিনীর সঙ্গে মিয়ানমারে সেনাদের সংঘর্ষ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ জুন ২০২১, ২১:২৩
মঙ্গলবার মান্দালেতে মিয়ানামারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে নবগঠিত মিলিশিয়া বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় দুজন হতাহত হয়েছে বলে জানা গেছে।
১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী, নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। এরপর থেকে দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ চলে আসছে। এমনকি ক্ষমতাচ্যুত দল এনএলডিসহ অন্যান্য রাজনৈতিক দলের পলাতক নেতারা সেনাবিরোধী বেসামরিক ছায়া সরকার গঠন করেছে। সেনাদের বিরুদ্ধে লড়তে ছায়া সরকার প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে।
এ প্রসঙ্গে, পিপলস ডিফেন্স ফোর্সের ক্যাপ্টেন তুন তাউক নাইং টেলিফোনে বলেছেন, ‘লড়াই শুরু হয়ে গেছে। আরও লড়াই হবে।’
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।