বিয়ে করে আইএস থেকে পালাচ্ছেন বন্দি নারীরা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ জুলাই ২০২১, ২২:০৫
বিদেশি পুরুষদের বিয়ে করে আইএস এর বন্দিশিবির থেকে পালিয়ে যাছেন শত শত নারী। নতুন স্বামীদের পাঠানো অর্থের বিনিময়ে তারা পালাতে পারছেন বলে শুক্রবার এক প্রতিবেদনে জানা গেছে।
হল শিবিরের ভেতরে ও বাইরে থাকা ৫০ জন নারী, এক কুর্দি কর্মকর্তা ও আইএসের সাবেক এক সদস্য জানিয়েছেন, মুক্তির জন্য চক্রটির কাছে সব মিলিয়ে পাঁচ লাখ ডলার পাঠিয়েছেন বন্দিশিবিরের বাসিন্দারা।
বন্দিশিবিরে থাকা এক রুশ নারী বলেন, ‘প্রতিদিন আমি এক পুরুষ আমার কাছে বার্তা পাঠায়, আমি বিয়ে করতে চাই কিনা। আমার আশেপাশের সবার বিয়ে হয়ে গেছে...অবশ্য যারা এখনও আইএসের সমর্থক এবং সচ্চরিত্রের দাবি করেন, তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন।’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: আইএস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।