কবিতা : চোখের মায়ায়
মেহেদী হাসান | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ২২:১২

চোখের মায়ায়
মেহেদী হাসান
চোখ জোড়া কাজলে রাঙা;
মন চায় তবু ছুঁতে মানা।
পড়লে মনে ওই চোখের কথা,
হৃদয় মাঝে উঠে ব্যথা;
ভুলিতে না পারি তা মনে গাঁথা।
ভুলে থাকি আমার ছায়া,
ডুবে থাকি তার চোখের মায়ায়।
ভোর হতে রাত্রি বেলা ,
ভাবনায় ডুবে থাকি সারা বেলা।
ব্যাকুল হয়ে বলছি কথা;
ভালোবেসেছি সেই চোখ জোড়া।
রঙ্গিন মায়ায় রঙ্গিন নেশা,
সে আমার ভালোবাসা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।