বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিলেন ৭ লেখক
Nasir Uddin | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৩০
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন পুরস্কার প্রাপ্তগুণীজনরা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে সাত লেখক পুরস্কার গ্রহণ করেন।
আগেই জানানো হয়েছিল পুরস্কার প্রাপকদের নাম, সেই তালিকা নিয়ে ওঠে বিতর্কও। পুরস্কার ঘোষণা, স্থগিতের পর নতুন তালিকা প্রকাশ আলোচনার জন্ম দিয়েছিল। আলেচিত সেই ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ নিলেন সাত লেখক।
পুরস্কারপ্রাপ্তরা হলেন মাসুদ খান (কবিতা), শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য), সলিমুল্লাহ খান (প্রবন্ধ/গদ্য), জি এইচ হাবীব (অনুবাদ), মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা), রেজাউর রহমান (বিজ্ঞান), সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর)।
এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
এর আগে বাংলা একাডেমি ১০ জনের নাম ঘোষণা করে। পরে সমালোচনার মুখে বাদ পড়েন মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।
বিষয়: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।