বিক্ষোভ বাড়লে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মিয়ানমার সামরিক জান্তা’র
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪৫
টানা তিন দিন বিক্ষোভ অব্যাহত থাকার পর হুঁশিয়ারি উচ্চারণ করেছে মিয়ানমার সামরিক বাহিনী। দেশটির সামরিক বাহিনী নিয়ন্ত্রিত টেলিভিশন- এমআরটিভি’তে প্রচারিত বার্তায় এমনই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। প্রচারিত বার্তায় বলা হয়, গণতন্ত্র ও মানবাধিকারের নামে কিছু উশৃংখল গ্রুপ আইন ভঙ্গ করছে এবং নিরাপত্তা বাহিনীকে হুমকি দিচ্ছে। এতে আরও বলা হয়, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং জনগনের নিরাপত্তায় আইন অনুযায়ি অবশ্যই কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুথানের পর আটক হন অং সাং সুকি-সহ দেশটির গণতন্ত্রপন্থী নেতৃবৃন্দ। এর কয়েক দিন পর রাস্তায় নামে সামরিক জান্তা’র প্রতিবাদীরা। বিশেষ করে ৬ ফেব্রুয়ারি শনিবার, সামরিক জান্তার বিরুদ্ধে রাস্তায় নামে বৌদ্ধ ভিক্ষুরা। এর দু’দিন পর সোমবারে বিক্ষোভে অংশ নিতে দেখা যায় মিয়ানমারের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, শিক্ষক-সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষকে।
তাদের স্লোগান ছিল- চাইনা কোন এক নায়কতন্ত্র, আমরা চাই গণতন্ত্র। এ সময় বিভিন্ন রঙের বৌদ্ধ পতাকা এবং সুকি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি- এনএলডি’র পতাকা ওড়াতে দেখা যায় বিক্ষোভকারীদের।
সামরিক জান্তার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট ডেকেছে আন্দোলনকারীরা। সরকারী দপ্তরে কাজ বন্ধের আহবানও জানায় তারা।
টানা তিন দিনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিয়ানমারের বেশিরভাগ প্রদেশের রাজধানী, শহর এবং গুরুত্বপূর্ন রাজপথে। দিন দিন বেড়ে যাচ্ছে বিক্ষোভের মাত্রা। তাই নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে কঠোর অবস্থানের দিকে যাচ্ছে অভ্যুথানের মাধ্যমে ক্ষমতা নেয়া সামরিক জান্তা।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: মিয়ানমার বিক্ষোভ সামরিক জান্তা মিয়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি Myanmar Protest Protest Against Myanmar Military Military Junta National League for Democracy NLD Aung San Suu Kyi Win Myint General Min Aung Hlaing
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।