সুইজারল্যান্ডে মাস্টার্সে পড়ার সুযোগ, বৃত্তি দিচ্ছে ইউনিভার্সিটি অব লুসান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১৪:২৫
 
                                        উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরেই বিশ্বের শিক্ষার্থীদের স্বপ্নের জায়গা। পাহাড়-নদী আর মনোরম পরিবেশের এই দেশে পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গবেষণার সুযোগও অনন্য। সেই স্বপ্নপথ আরও উন্মুক্ত করেছে ইউনিভার্সিটি অব লুসান (University of Lausanne)।
২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাস্টার্স স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি ১০টি মাস্টার্স বৃত্তি প্রদান করে।
মূলত ইউরোপীয় ইউনিয়ন (EU) ও ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (EEA)–এর বাইরের শিক্ষার্থীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ১,৬০০ সুইস ফ্রাঁ করে ভাতা পাবেন, যা পুরো মাস্টার্স প্রোগ্রামের সময়কাল—এক বছর ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত—প্রদান করা হবে।
এ ছাড়া বৃত্তিপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত টিউশন ফি দিতে হবে না। কেবল প্রতি সেমিস্টারে ৮০ সুইস ফ্রাঁ রেজিস্ট্রেশন ফি হিসেবে জমা দিতে হবে।
এই বৃত্তি শিক্ষার্থীদের জন্য শুধু আর্থিক সহায়তাই নয়, বরং আন্তর্জাতিক গবেষণা, সংস্কৃতি এবং পেশাগত নেটওয়ার্ক গঠনের অসাধারণ সুযোগও এনে দেয়।
প্রোগ্রাম ও অনুষদসমূহ: লুসান বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় মাস্টার্স প্রোগ্রাম—
আন্তবিভাগীয় প্রোগ্রাম:
কলা অনুষদ
জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান
ভূবিজ্ঞান ও পরিবেশ
ধর্মতত্ত্ব ও ধর্মবিজ্ঞান
সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান
আইন, অপরাধবিজ্ঞান ও জনপ্রশাসন
ব্যবসায় ও অর্থনীতি অনুষদ
আবেদন যোগ্যতা:
বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, যা লুসান বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড অনুযায়ী মাস্টার্স পর্যায়ের সমমানের।
শিক্ষাজীবনে ধারাবাহিকভাবে ভালো ফলাফল থাকতে হবে।
প্রোগ্রামের ভাষা অনুযায়ী ফ্রেঞ্চ বা ইংরেজিতে অন্তত C1 লেভেলের দক্ষতা থাকতে হবে।
ব্যক্তিগত খরচ বহনের সক্ষমতা থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আবেদন করতে পারবেন না।
বয়সের কোনো সীমা নেই।
বৃত্তির সুবিধা:
প্রতি মাসে ১,৬০০ সুইস ফ্রাঁ ভাতা
কোর্স ফি মওকুফ
রেজিস্ট্রেশন ফি মাত্র ৮০ সুইস ফ্রাঁ
আন্তর্জাতিক অভিজ্ঞতা ও নেটওয়ার্ক তৈরির সুযোগ
ইউরোপের খ্যাতনামা অধ্যাপকদের কাছ থেকে শেখার সুযোগ
প্রয়োজনীয় কাগজপত্র:
পূর্ণাঙ্গ আবেদন ফরম
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ
সিভি
দুটি সুপারিশপত্র
মোটিভেশন লেটার
ভাষা দক্ষতার সনদ (TOEFL/IELTS)
পাসপোর্টের কপি
পাসপোর্ট সাইজ ছবি
প্রশাসনিক ফি প্রদানের প্রমাণ (২০০ সুইস ফ্রাঁ)
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে। একই ফরমের মাধ্যমে মাস্টার্স প্রোগ্রাম ও স্কলারশিপ দুইয়ের আবেদন একসঙ্গেই সম্পন্ন হবে। সমস্ত নথি একত্রে একটি পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। ইমেইল বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। যেসব দেশ Lisbon Recognition Convention-এ সই করেনি, সেসব দেশের আবেদনকারীদের নথির সিলযুক্ত কপি ডাকযোগে পাঠাতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।
আবেদন জমার শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৫। নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ২০২৬ সালের এপ্রিলের শুরুতে।বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন: https://www.unil.ch।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।