দোয়ারাবাজারে ভারতীয় অবৈধ পণ্যসহ র্যাবের হাতে আটক -২
সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ০০:৩৮
সুনামগঞ্জের দোয়ারাবাজারে র্যাবের অভিযানে ভারতীয় অবৈধ পণ্যসহ ২ জনকে আটক করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার ভোরে র্যাব-৯, পুলিশ পরিদর্শক আহমদ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল নিয়ে অভিযান চালায়।
অভিযানে দোয়ারাবাজারের আজমপুর খেয়াঘাট এলাকা থেকে ১৫৮ পিছ ভারতীয় থান কাপড়সহ উপজেলার বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া গ্রামের আলমগীর হোসেনের পুত্র মোঃ কাউসার আলম (২৫ ), দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত মছদ্দর আলী’র পুত্র মোঃ আক্তার মিয়া(৩২) কে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি/২৫ডি ধারায় মামলা দায়েরের পর দোয়ারাবাজার থানায় সোর্পদ করা হয়েছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান,র্যাব হস্তান্তরের পর আটককৃতদের শুক্রবার সকালে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সুনামগঞ্জের দোয়ারাবাজার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।