পলাশবাড়ী পৌরসভায় সেনাবাহিনীর সহযোগিতায় ভিজিএফ এর চাল বিতরণ
গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ২১:০৯
চলমান লকডাউনে স্বাস্থ্য বিধি মেনে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণে সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী টিম ও স্থানীয় থানা পুলিশ।
১১ জুলাই রোববার সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় স্বাস্থ্য বিধি মেনে পলাশবাড়ী পৌরসভার অসহায় কর্মহীনদের মাঝে পলাশবাড়ী মহিলা মাদ্রাসা মাঠে হতে পৌরসভার ২ হাজার ৫ 'শ'৪০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণের করেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
এসময় সুবিধাভোগীরা স্বাস্থ্য বিধি না মানায় পুলিশ ও সেনাবাহিনী সহযোগীতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।পরে সেনাবাহিনীর সহযোগীতায় স্বাস্থ্য বিধি মেনে সঠিকভাবে প্রথমে মহিলাদের ও পরে পুরুষদের চাল বিতরণ করা হয়।
এসময় পৌর প্যানেল মেয়র , পৌর সচিব ,কাউন্সিলর , সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ কর্মকর্তা কর্মচারীরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পলাশবাড়ী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।