পলাশবাড়ীতে সুষ্ঠুভাবে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ
গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ২১:৫৫
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে চলতি লকডাউনে অসহায় কর্মহীন ৭'শ' পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার প্রত্যেকে ৫’শ টাকা করে প্রদান করা হয়েছে।
১১ জুলাই রোববার সকালে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ আয়োজনে ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চলতি লকডাউনে অসহায় দরিদ্র কর্মহীন ৭ 'শ পরিবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫’শ টাকা করে সুষ্ঠু বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোস্তাফিজার রহমান, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, সদস্য রঞ্জনা রানী, এমিলী বেগমসহ ইউপি সদস্যগণ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পলাশবাড়ী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।