শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ১৭:৪২

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। এর মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোর, নওগাঁ ও পাবনার ৩ জন করে, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং সিরাজগঞ্জ ও বগুড়ার ১ জন মারা গিয়েছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪৬৯ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৫৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩.৬৮%।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরেও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪৫৪টি এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৫০৪ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৩ জন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top