পাবনা পৌরসভার ব্যবস্থাপনায় বিনামূল্যে অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু
পাবনা থেকে | প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০৫:৫৬
পাবনা পৌরসভার ব্যবস্থাপনায় পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডে করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবায় বিনামূল্যে অক্সিজেন ব্যাংক এর কার্যক্রম শুরু হয়েছে। রাতদিন ২৪ ঘণ্টা এ সেবা কার্যক্রম চলবে। ফোন করলেই পৌঁছে যাবে অক্সিজেন। বুধবার দুপুরে পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান “পাবনা পৌরসভা অক্সিজেন ব্যাংক” এর শুভ উদ্বোধন করেন।
পাবনা পৌরসভা চত্বরে “পাবনা পৌরসভা অক্সিজেন ব্যাংক” এর উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, প্রধান হিসাব রক্ষক শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী খন্দকার জিয়াউল ইসলাম, প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন।
এমন সময় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণে পুরো বিশ্ব বিপর্যস্ত। বাংলাদেশেও এর ভয়াবহতা ক্রমেই বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে পাবনা পৌরসভার উদ্যোগে পৌরবাসীর সেবায় চালু করা হলো বিনামূল্যে 'পাবনা পৌরসভা অক্সিজেন ব্যাংক'। এই কার্যক্রম দিনরাত সব সময় চলবে। পৌর কাউন্সিলরদের সাথে যোগাযোগ করলেই প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।