পাবনায় কোভিড পরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহার
পাবনা থেকে | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ১৯:০০
পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিরুদ্ধে কোভিড পরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া কোভিড -১৯ পরীক্ষার কাজে মেয়াদ উত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহার করা হয়।
ভুক্তভোগী জনৈক ব্যক্তি জানান বৃহস্পতিবার তিনি তার করোনা টেস্টের জন্য গেলে তাকে ২০২১০৬ মেয়াদের লিকুইড টিউবে নমুনা নেওয়া হয়। নমুনা নেওয়ার সময় তিনি মেয়াদ উত্তীর্ণ টিউব কেন ব্যবহার করা হচ্ছে তা জানতে চান। এ সময় দায়িত্বরত ব্যক্তিরা এ ব্যাপারে অফিসে অভিযোগ করতে বলেন। উপায়ন্তর না পেয়ে তিনি সাংবাদিকদের শরণাপন্ন হন।
এ ব্যাপারে পাবনার সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী জানান, সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা কোভিডে আক্রান্ত হওয়ায় অন্য লোক দিয়ে নমুনা সংগ্রহের কাজ করানো হচ্ছে। এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ হওয়া ১৯ টি টেস্ট টিউব ছিল। পরবর্তীতে নতুন লিকুইড টিউব দিয়ে নমুনা সংগ্রহের কাজ করা হয়েছে। তিনি আরও জানান মেয়াদ উত্তীর্ণ টিউবে সংগৃহীত নমুনায় সঠিক ফলাফল নাও আসতে পারে। এদের কাছ থেকে পুনরায় নমুনা নিতে হবে।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে ২০২১০৬ এর পরিবর্তে নতুন লিকুইড টিউব দিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।